Header Ads

Header ADS

গরু মোটাতাজা করা হয় কিভাবে

গরু মোটাতাজা কিভাবে করবেন ?এটা নিয়ে খামারিদের চিন্তা। সঠিকভাবে খাওয়ানো গেলে মোটা হবে,এমনটা ভাবলে অনেক সময় আপনার পরিকল্পনা ফেল মারবে।তাই সঠিক খাওয়ানোর পাশাপাশি আপনাকে কিছু মেডিসিন খাওয়াতে হবে আপনার খামারের গরুকে। কিভাবে গরুকে মোটাতাজা করবেন তা নিচে আলোচনা করা হলো।


Catoforce

সঠিক খাবার খাওয়ানো : 

গরুকে পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন। খাবার দেওয়ার নিয়ম গুলো খামারিদের প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিকট থেকে জেনে নিয়ে খাওয়াতে হবে। মাঝে মাঝে গরুর রুচির জন্য কিছু মেডিসিন খাওয়াতে পারেন। 

গরুকে কৃমিনাশক খাওয়ানো :

গরুকে মোটাতাজা করতে গেলে খেয়াল রাখতে হবে গরুর যেন কৃমি না হয়। তার জন্য আপনাকে কৃমিনাশক মেডিসিন খাওয়াতে হবে। 

গরু মোটাতাজা করার ঔষধ  : 

বাজারে অনেক কোম্পানির ঔষধ পাবেন গরু মোটাতাজা করার মতো। কিন্তু সব ঔষধের সমান কাজ হবে না। তাই এমন কোম্পানির ঔষধ আপনি পছন্দ করবেন যা আপনার গরুকে খুবই দ্রুত মোটাতাজা করতে সক্ষম।এমন সেরা মোটাতাজা করার ঔষধ হিসেবে ACI Animal Health এর ACI Catoforce  ইনজেকশন ব্যবহার করতে পারেন।এতে আছে ৫ টি উপাদান যা অন্য কোম্পানির নেই। 

প্রোবায়োটিক সমৃদ্ধ :

সাধারণত গরু যতই খাবার খাক না কেনো তার হজম ঠিক মত না হলে সে গরুর স্বাস্থ্য ভালো রাখা কঠিন।তাই এসব গরুকে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকস খাওয়ানো উচিত।এমনি একটি এমাইনো এসিড সমৃদ্ধ প্রোবায়োটিক হলো বায়োলাক্স এমপি। 

উপসংহার :

সঠিক পরিচর্যা,  সঠিক খাবার, সঠিক মেডিকেশন করতে পারলে আপনার গরু মোটাতাজা করা সম্ভব। তবে অনেক সময় আবহাওয়া ও ভুল সিদ্ধান্তের কারণে গরু মোটাতাজা নাও হতে পারে। 

No comments

Powered by Blogger.