Header Ads

Header ADS

পিবি-৭১ পাউডার/PB-71 Powder

 PB-71/পিবি-৭১

আপনি হয়তো আপনার পোষা পাখি নিয়ে অনেক চিন্তিত,  আপনি আপনার কবুতর,মুরগি বা অন্যান্য পাখির সুস্থ থাকার ঔষধ খুঁজছেন?  তাহলে আর ভাবতে হবে না। আপনার সকল দুশ্চিন্তা দূর করতে চলে এসেছে পিবি-৭১/PB-71.

কি কি উপাদান রয়েছে পিবি ৭১ তে:

ভিটামিন, খনিজ,অ্যামিনো এসিড, পরিবর্তিত অ্যাসিডিফায়ার,প্রোবায়োটিকস,ইমিউন স্টিমুল্যান্ট, ফাইটোজেনিক এক্সট্রাক্টের সুষম মিশ্রণ। 
PB-71/পিবি-৭১


কি কি লক্ষণ দেখা যায় :

১. আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা :

শরীর ফুলিয়ে মুখ বুঝে বসে থাকা, কম খাওয়া, আলো বা তাপ পছন্দ করা।

২. শ্বাসতন্ত্রের অসুস্থতা :

নাক দিয়ে পানি পড়া,  ঘর ঘর শব্দ করা ও কাশি দেয়া ও মুখ দিয়ে আঠালো লালা পড়া।

৩. দৈহিক ক্ষত:

মারামারি করে বা আঘাতের কারণে রক্তাক্ত হওয়া 

৪. খিচলাগা রোগ :

পায়খানা ভালো, দেখতে সুস্থ তারপরেও ঝিমানো ভাব,প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক, আবার কিছুক্ষণ অস্বাভাবিক, খাঁচার এক কোণে বসে থাকা,  দ্রুত ওজন কমে যাওয়া, খাওয়ার চেষ্টা করা,কিন্তু কিছুই খেতে না পারা।

যা করনীয় :

২-৪ গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর ৫-৭ দিন খাওয়াতে হবে।

এইভাবে সঠিক নিয়মে পিবি৭১/PB71 ঔষধটি আপনার কবুতর, মুরগী আরো অন্যান্য পাখিদের খাওয়ালে সকল প্রকার ধকল, পাতলা পায়খানা, ডায়রিয়া জনিত রোগ থেকে সুস্থ থাকবে।

No comments

Powered by Blogger.